বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

হরতালে পেছাল এইচএসসি পরীক্ষা

হরতালে পেছাল এইচএসসি পরীক্ষা

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে ৮ মে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। এখন নতুন তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। এর মধ্যে আট বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা হবে পরদিন ৯ মে। সময় আগের মতোই থাকবে।

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীন ওই দিনের পরীক্ষা হবে ৯ মে সকালে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৮ মের পরীক্ষা হবে ২২ মে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এসব কথা জানান।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৮ মে এইচএসসিতে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আজ খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল। এর প্রতিবাদে ৮ মে হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

সূত্র-প্রথম আলো


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM