শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান হচ্ছে

শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান হচ্ছে

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

1442685504পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষকদের বেতন বৈষম্য এবং সমস্যা নিরসনে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর দুই মন্ত্রীকে এ ব্যাপারে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিতে বলেছেন, জানায় শিক্ষা মন্ত্রণালয় সূত্র। এ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা কর্মসূচি পালন করছেন।

সপ্তাহব্যাপী বিদেশ সফর শেষে দেশে ফিরে শনিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করছে। আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।

অন্যদিকে পাবলিক বিশ্বদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষকরা ঈদের পর আরও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM