বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

ফেসবুক থেকে পুরস্কার পেল ১০ বছরের বালক

ফেসবুক থেকে পুরস্কার পেল ১০ বছরের বালক

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

ফেসবুকের ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বাগ বা সফটওয়্যার ত্রুটি শনাক্ত করে ১০ হাজার ডলার পুরস্কার পেয়েছে ১০ বছরের বালক ইয়ানি। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের প্রতিবেদনে জানানো হয়, ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে ফিনল্যান্ডের ১০ বছর বয়সী ইয়ানি।
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর হলেও এত কম বয়সে ওই প্ল্যাটফর্মটি থেকে মন্তব্য মুছে ফেলার বাগটি খুঁজে পেয়েছে সে। পরে ফেসবুককে সে মেইল করে ওই বাগটির কথা জানায়। এর পাশাপাশি পরীক্ষামূলকভাবে ইনস্টাগ্রামের একটি বার্তা মুছে প্রমাণও দেখায়। পরে এ বছরের ফেব্রুয়ারি মাসে ওই বাগটি ঠিক করে ফেলে ফেসবুক কর্তৃপক্ষ। গত মার্চ মাসে ‘বাগ বাউন্ডি’ বা বাগ খুঁজে দেওয়ার পুরস্কার হিসেবে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
নিরাপত্তা বিশেষজ্ঞ হতে চাওয়া ইয়ানির ভাষ্য, ‘এটা আমার স্বপ্নের চাকরি হবে। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’
ফেসবুকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে সে বাইক, ফুটবল গিয়ার ও তার দুই ভাইয়ের জন্য কম্পিউটার কিনবে।
২০১১ সাল থেকে বাগ বাউন্টি কর্মসূচি চালু করে ফেসবুক। এখন পর্যন্ত ২ হাজার ৪০০ বাগ খুঁজে দেওয়া মেইল পেয়েছে ফেসবুক। এর মধ্যে মোট ৮০০ জনকে ৪৩ লাখ মার্কিন ডলার পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল ও মাইক্রোসফটেরও বাগ বাউন্টি কর্মসূচি রয়েছে। তথ্যসূত্র: আইএএনএস।

সূত্র-প্রথম আলো


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM