শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফ সাব-রেজিষ্ট্রিরী অফিসে নকল-নবীসদের ধর্মঘটের কারনে নকল সরবরাহ দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে জমি ক্রেতা-বিক্রেতাদের দূভোর্গ চরমে উঠেছে। জমির ক্রেতা মৌলভী ছৈয়দ আহম্মদ, মোঃ এজাহার, শফিক আহম্মদ, অনিল শর্ম্মা জানান, আমরা গত তিন সপ্তাহ পূর্বে জমি ক্রয় করেছি। এব্যাপারে উক্ত জমি সাব-রেজিষ্ট্রিরী অফিস হতে সাব কবলা করেছি।
কিন্তু উক্ত অফিসের নকল-নবীসদের ধর্মঘটের কারনে নকল নিতে না পারায় জমির সৃজিত খতিয়ান সম্পন্ন করতে পারচ্ছিনা। এ দিকে টেকনাফ সাব-রেজিষ্ট্রিরী অফিসের নকল-নবীস দীলিপ মহাজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারা বাংলাদেশে নকল-নবীসদেরকে সরকারী করন, তাদের সমস্ত দাবী-দাওয়া মেনে নেওয়ার প্রেক্ষিতে দীর্ঘ ২/৩সপ্তাহ ধরে কলম বিরতি চলছে। আমাদের দাবী-দাওয়া সম্বলিত একটি স্বারক লিপি প্রধান মন্ত্রীর বরাবরে প্রেরণ করা হয়েছে। এ দাবী-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কলম বিরতি অব্যাহত থাকবে। এদিকে রেজিষ্ট্রিরীকৃত দলিলের নকল সরবরাহ বন্ধ থাকায় জমির ক্রেতা-বিক্রেতারা যেমনি দূভোর্গ পোহাচ্ছে এর পাশাপাশি সরকার হারাচ্ছে এখাতে বিপুল সরকারী রাজস্ব। কবে নাগাদ এর অবসান হবে এই নিয়ে উদ্দ্যেগ-উৎকন্ঠায় রয়েছে জমির ক্রেতা-বিক্রিতাগণ।
মন্তব্য করুন