বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
মুসলমানদের চির শত্রু ইহুদী। যারা অনেকবার মুসলমানদের উপর হামলা করেছে। তবে হিটলার সেই ইহুদীদের প্রায় ধ্বংসই করে দিয়েছিল। আর বলেছিল, ‘আমি চাইলে সব ইহুদীদের হত্যা করতে পারতাম। কিন্তু কিছু ইহুদী বাচিয়ে রেখেছি,,এই
জন্যে যে, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে, আমি কেন ইহুদী হত্যায় মেতেছিলাম’।
গত বছর ফিলিস্তিনিতে ইজরাঈলীরা শত শত নিষ্পাপ শিশু হত্যার পর মুসলমানদের আবারো মনে হয়েছিল হিটলারের সেই কথা। এখনও মাঝে মাঝে ফিলিস্তিনিদের উপর ইজরাঈলের বর্বর হামলার ঘটনা দেখে মুসলমানদের মনে আতকে উঠে হিটলারের সেই কথাটি।
তাই বলা যায়, মুসলমানেরা আসলে কিয়ামত পর্যন্ত ইহুদীদের নিয়ে হিটলারের ওই উক্তি হয়তো বা ভুলতে পারবে না।
সূত্র-স্বাধীনকণ্ঠ
মন্তব্য করুন