বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে আবদুর রহমান বদি এমপি কৃষকদের কল্যাণার্থে সরকার কাজ চালিয়ে যাচ্ছে

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে আবদুর রহমান বদি এমপি কৃষকদের কল্যাণার্থে সরকার কাজ চালিয়ে যাচ্ছে

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ 

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের কল্যাণার্থে সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কৃষক বাঁচলে দেশের মানুষ বাঁচবে। তাই সমাজে ও দেশে কৃষকদের মর্যাদা অনেক। এজন্য কৃষকদের জন্য সরকার সকল কৃষি উপকরণ, সার ও বীজ দিয়ে সাহায্য করছেন।

২২ এপ্রিল শুক্রবার টেকনাফ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ ১/২০১৬-১৭ মৌসুমে উফশী আউস আবাদ বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন উখিয়া-টেকনাফের সাংসদ আব্দুর রাহমান বদি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম, কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শফিউল আলম,জাকারিয়া আলফাজ,সঞ্জীব,মোস্তাক আহমেদ,আনোয়ার,জামাল হোসেনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,কৃষক ও সাংবাদিকবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বলেন, টেকনাফে এই প্রথম আউশ আবাদ শুরু হয়েছে। এটার মধ্যে সাফল্য অর্জন করতে পারলে আগামীতে সরকার কর্তৃক আরও বিনামূল্যে মূল্যবান এবং অত্যাধুনিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সভা শেষে উপজেলার ৪টি ইউনিয়নের ৬০ জন কৃষকদের মধ্যে প্রধান অতিথি আবদুর রহমান বদি এমপি ধানের বীজ, সার ও সেচ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM