বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সরকারি কলেজে মেধাবী ছাত্রী হাসিনা আক্তারকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন, যৌতিুকের জন্য কোন মেয়েকে হত্যা করা সত্যি লজ্জাজনক। পুরুষ হিসেবে আমরা এ লজ্জা এড়াতে পারি না। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্তি নিশ্চিত করতে হবে।
কলেজ ছাত্র ইরফানের পরিচালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ছলিমুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সোলাইমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, আবদুল মজিদ, বুলেট মাহি প্রমুখ। এসময় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন