বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি তারিখ:
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকান্ডে উদ্বেগ প্রকাশ করেছেন উখিয়া উপজেলা পেশাজীবি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বলা হয় বিচারহীনতার সংস্কৃতিই দিনের পর দিন ধর্ষন সহ সকল অপকর্মকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করার পর এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি আইন প্রয়োগকারী সংস্থা।
দীর্ঘ ১০দিন অতিবাহিত হলেও ঘটনার কোন কু¬ উদঘাটন করতে না পারায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন পেশাজীবি সমন্বয় পরিষদ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন উখিয়া পেশাজীবি সমন্বয় পরিষদের আহবায়ক মাস্টার আব্দুল গফুর, সদস্য সচিব সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, যুগ্ম আহবায়ক মাস্টার শাহ জাহান মনির, নুরুল কবির মেম্বার, মাস্টার শামসুর আলম, অর্থ সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন, সিএসবি২৪ডটকম সম্পাদক পলাশ বড়–য়া, সমাজকর্মী জসিম আজাদ, অরিজিন হাসপাতালের ডিরেক্টর জহির আহমদ, সমাজ সেবক শাহাজাহান আলী, মৌলানা কবির আহমদ, পরিবহন ব্যবসায়ী শাহ আলম, সাংবাদিক শহিদুল ইসলাম, সমাজ সেবক মোঃ আবছার উদ্দিন শান্ত।
উখিয়া পেশাজীবি সমন্বয় পরিষদের সদস্য সচিব গফুর মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন