বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ছোয়াখালী থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বিদেশী নাগরিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মায়নমারের ভাষায় লেখা বইসহ প্রচুর খাদ্য দ্রব্য জব্দ করা হয়েছে।
আজ সকালে ছোয়ংখালী বর্মাইয়া পাড়া এলাকা থেকে খাদ্যদ্রব্যসহ তাদের আটক করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ইকরাম জানান, ছোয়াংখালী বর্মাইয়া (রেজিষ্ট্রাটবিহীন মায়নমার নাগরিক) পাড়া নামক এলাকায় দেশী-বিদেশী লোক মায়নমারের নাগরিকদের খাদ্যদ্রব্য ও বিদেশী ভাষায় লেখা বই বিতরণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিদেশী নাগরিকসহ ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে প্রচুর খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিচয় জানানো হবে বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা উক্ত এলাকায় বিদেশী বই খাদ্যদ্রব্য এবং আর্থীক সহযোগিতার নামে অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছে। এমনকি তারা এসব রোহিঙ্গাদের নিয়ে বনজঙ্গলে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে বলেও অভিযোগ করেছেন তারা।
কমিউনিটি পুলিশ ৮ নং ওয়ার্ড সভাপতি ভুট্টো জানান, গোপন সংবাদ পেয়ে স্থানীয় মেম্বর জাহেদসহ এলাকাবাসি গিয়ে তাদের ধরে পুলিশকে খবর দিই। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এসময় আরো স্থানীয় মৃত বদি আলম এর পুত্র মোজাম্মেলসহকয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি।
স্থানীয় মেম্বার জাহেদুল ইসলাম জানান, দীর্ঘদিন একটি বিদেশী সংস্থা উক্ত এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয় কতেক ব্যক্তির সহযোগিতায় তারা বন জঙ্গলে গোপন অস্ত্র প্রশিক্ষণও করে থাকে। এসব অভিযোগ স্থানীয়রা দীর্ঘদিন তদারকি করে আসছি। আজ তাদের কয়েকজনকে ধরতে পারলেও অনেকে পালিয়ে যায়।
মন্তব্য করুন