কিন্তু হাল ছাড়িয়া দিলে চলিবে কেন? সমস্যা ছিল, সমস্যা আছে এবং ভবিষ্যতেও থাকিবে। সমস্যা আছে বলিয়াই তো নগরবাসী একজন যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করিয়াছেন। বিপুল অর্থ ব্যয় করিতেছেন দুই-দুইটি সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দফতরের পিছনে। সর্বোপরি, ভুলিয়া গেলে চলিবে না যে চার শতাধিক বত্সর আগে বুড়িগঙ্গার তীরে অতি ক্ষুদ্র যে-নগরটির পত্তন হইয়াছিল, সেই ঢাকাই এখন কেবল দেড় কোটি নাগরিকের গুরুভারই নহে, বলিতে গেলে গোটা বাংলাদেশের ভারই বহন করিতেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কয়েক দশকের আগের ঢাকা আর বর্তমান ঢাকা যে এক নহে— তাহাই-বা আমরা অস্বীকার করিব কিভাবে? সমস্যার পাহাড় ঠেলিয়াই ঢাকা এতদূর আসিয়াছে। অতএব, সমস্যার বিশালতা দেখিয়া বিচলিত হইলে চলিবে কেন? বিশেষ করিয়া স্ব-ইচ্ছায় মেয়রের মতো গুরুদায়িত্ব যাহারা কাঁধে নিয়াছেন—তাহাদের নিকট হইতে এই প্রকার নৈরাশ্যব্যঞ্জক বক্তব্য প্রত্যাশিত নহে। বরং সকল বাধার পাহাড় ঠেলিয়া ঢাকাকে তাহারা আরও আগাইয়া লইয়া যাইবেন— নাগরিকরা এমনটিই আশা করেন।