বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ছবিতে অনেক সাহসী সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন হৃতিক রোশন। এসব ছবিতে তাকে ৫০তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়তে যেমন দেখা গেছে, তেমনি হেলিকপ্টার থেকে মাটিতে লাফিয়ে পড়তেও দেখা গেছে। হৃতিক সব সময়ই অ্যাকশন দৃশ্যগুলো নিজেই করে থাকেন, কোন স্ট্যান্টম্যান ব্যবহার করেন না। সেই ধারাবাহিকতায় ক্যারিয়ারের সবচেয়ে দুঃসাহসিক দৃশ্যে এবার দর্শকরা দেখতে পাবেন এ তারকাকে। এ দৃশ্যটি রয়েছে তার নতুন ছবি ‘মহেঞ্জো দারো’তে। ছবিটি পরিচালনা করছেন আশুতোষ গুয়ারিকার। এ ছবির শুটিংয়ে বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যে দেখা যাবে হৃতিককে। ছবির একটি দৃশ্যে ২০ ফুট লম্বা একটি কুমিরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে দেখা যাবে তাকে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি এ দৃশ্যটির শুটিং শেষ করেছেন তিনি। আর তা করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন হৃতিক। কুমিরের সঙ্গে তিনি নিজেই এ দৃশ্যটি করেছেন। পরিচালক স্ট্যান্টম্যান ব্যবহার করতে চাইলেও হৃতিক বারণ করেন। এ বিষয়ে হৃতিক রোশন বলেন, কুমিরের সঙ্গে যুদ্ধ। এ এক অভিনব অভিজ্ঞতা আমার কাছে। এর আগে আমি কুমির শুধু দেখেছি, কখনও ধরিনি। তবে এবার কুমিরের সঙ্গে যুদ্ধ করলাম। অবশেষে জয় কিন্তু আমারই হয়েছে। দর্শক ছবিটি দেখলেই সেটা বুঝতে পারবেন। আশা করছি সবাই উপভোগ করবেন।
মন্তব্য করুন