মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন সিকদার বলেন, আজকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বলেই দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে মানুষের ক্রয় ক্ষমতা ও আয় বেড়েছে। বঙ্গবন্ধরু স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই তিনি দেশের মানুষের পাশে দাড়িয়েছেন। আর যারাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না, জনগণ তাদের বর্জন করেছে।
১৮ মার্চ সন্ধ্যায় কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ২১তম আন্ত:ক্লাব শ্যূটিং প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেছেন।
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী। বদলে দিয়েছেন কক্সবাজারের চেহরাও।
সচিব ও বাংলাদেশ শ্যূটিং ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, রামু ক্যান্টেমেন্টের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউর হামিদ সরওয়ার হাসান, বাংলাদেশ শ্যূটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ ও কক্সবাজার জেলা প্রশাসক মো:আলী হোসেন প্রমুখ।
রাত ৮টায় সায়মা ফিরোজের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানকে তিনটি ইভেন্টে ভাগ করা হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়। দ্বিতীয় ইভেন্টে শ্যূটারে অংশ গ্রহনকারি চ্যাম্পিয়ন দল যশোর সেনা শ্যূটিং ক্লাব(দলীয়) ও আনারআপ বিকেএসপি দলসহ বিজয়ীদের মাঝে পদক প্রদান করা হয়।
অনুষ্টানের শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের শেষ হয়।
মন্তব্য করুন