মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে দুইশ কোটি পাউন্ড বিনিয়োগ করবে চীন

যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে দুইশ কোটি পাউন্ড বিনিয়োগ করবে চীন

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:
1442902646যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্রে দু’শ কোটি পাউন্ড বিনিয়োগ করবে চীন। যুক্তরাজ্যের চ্যান্সেলর জর্জ অসবর্ন এ কথা জানিয়েছেন। চীন সফরে যাওয়া অসবর্ন বলেন, চুক্তিটি ফরাসি বিদ্যুৎ কোম্পানি ইডিএফের বিলম্বিত প্রকল্পের ওপরে বিনিয়োগের একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, এছাড়া এটা ব্রিটেন এবং চীনের মধ্যে বৃহত্তর সহযোগিতাকে সম্প্রসারিত করবে। ইডিএফ এই খবরকে স্বাগত জানিয়েছে, কিন্তু তারা এই প্রকল্পে ফেরত আসবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।

 

এই মাসের শুরুর দিকে ইডিএফ স্বীকার করেছিল, ২০২৩ সাল নাগাদ বিদ্যুৎ উত্পাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা সামারসেটে অবস্থিত হিঙ্কলি প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হবে।

 

উল্লেখ্য, ২ হাজার ৫০ কোটি পাউন্ডের এই বিদ্যুৎ কেন্দ্রটি হতে পারে বিশ বছরের মধ্যে ব্রিটেনের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র । আশা করা হচ্ছে প্রায় ৬০ বছর এখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM