বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
সম্পূর্ণ অব্যবস্থাপনার মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হলে ৪ দিন ব্যাপী ২১তম আন্ত:ক্লাব শূটিং প্রতিযোগিতা।
বুধবার বিকেলে কক্সবাজার জেলার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্টানিক এ প্রতিযোগিতা শুরু হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো: আলীহোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শূটিংস্পোর্টফেড়ারেশন’র মহাসচিব ইনতেখাবুল হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সায়মুম সরওয়ার কমল।
প্রধান অতিথি বলেন, শূটিং এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধারার লক্ষ্যে সারা দেশ থেকে ক্লাব ভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথি সাংসদ সায়মুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার দেশী বিদেশী পর্যটকসহ সব স্তরের মানুষের স্বাগত জানাতে সব সময় প্রস্তুত। তিনি কক্সবাজারে আন্ত:ক্লাব প্রতিযোগীতা আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি। সেখানে সংবাদকর্মীদের বসার কোন ব্যবস্থা করেনি আয়োজক কমিটি। এছাড়া সংবাদকর্মীদের কোন প্রশ্নের জবাব না দিয়ে তারা সংবাদ সম্মেলন শেষ করেন। এছাড়া উদ্ধোধনী অনুষ্টান স্থালে সংবাদকর্মী এবং দর্শকদের বসার কোন ব্যবস্থা করা হয়নি। এতে দর্শকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। খেলার তারিখ ১৪ থেকে ১৮ বলা হলেও উদ্ধোধন হয়েছে আজ ১৬ মার্চ। কেন এ অসংগতি জানতে চাইলেও তার কোন জবাব দেননি কতৃপক্ষ। যেন তেনভাবে শেষ করতে পারলেই যেন বাঁচি এমন ভাব আয়োজকদের মাঝে।
উদ্ধোধনী অনুষ্টান দেখতে আসা মাহি জানান, দায়সারভাবে গুরুত্বপূর্ণ এ অনুষ্টান উদ্ধোধন করা সত্যি হাতাশাজনক।
এদিকে উদ্ধোধী অনুষ্টানের বক্তব্যের আগে শুরুতে সরকারি শিশু পরিবারের শিশুরা মনোমুগ্ধকর ডিসপ্লে উপহার দেন।
মন্তব্য করুন