আলোকিত কক্সবাজার ডেক্স:

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য কানাডায় ফেডারেল নির্বাচনে বর্তমানে কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেছেন, এবার তাঁর দল ক্ষমতায় নাও যেতে পারে। পর পর চারবার বিজয়ী দলের নেতার এই বক্তব্য ছাড়াও জনমত জরিপে দেখা যায়, তার দল তৃতীয় স্থানে অবস্থান করছে। অবশ্য, গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ জরিপে দেখা যায়, এনডিপি ৩০.৮, কনজারভেটিভ ৩০.৪ আর এনডিপি ২৮.৯ স্থানে অবস্থান করছে।
গত সপ্তাহে ফোরাম রিসার্চের জরিপে এনডিপি ৩৯, কনজারভেটিভ ২৮, লিবারেল ২৫, ব্লক ক্যুইবেকুয়া ৫ ও গ্রিন ৩ শতাংশ জনপ্রিয়তায় রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে এনডিপি-ই কানাডার দেড়শ’ বছরের ‘লিবারেল-কনজারভেটিভ’ শাসনামলের ইতিহাসকে খণ্ডন করে প্রথমবারের মতো জাতীয়ভাবে সরকার গঠন করবে।
উল্লেখ্য, এবার আসন সংখ্যা ৩০৮টির পরিবর্তে সম্প্রসারিত ৩৩৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন