মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

হরিখোলাই আদিবাসী ছাত্র পরিষদের সম্মেলন

হরিখোলাই আদিবাসী ছাত্র পরিষদের সম্মেলন

অনলাইন বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি:

শনিবার বিকেলে বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদ কক্সবাজার জেলা কমিটির সম্মেলন টেকনাফ উপজেলার হোয়াইক্যং হরিখোলা গ্রামের হরিখোলা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের অন্যতম সদস্য মাহ্লাখিং চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শরৎ জোতি চাকমা। বিশেষ অতিথি আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক জিং মুনলিয়ানবম, কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন এবং সাংগঠনিক সম্পাদকও মানবধিকারকর্মী ক্যজঅং, উখিয়া উপজেলার আদিবাসী ফোরামে সভাপতি মংক্যচিং চাকমা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৪ওয়ার্ডে আদিবাসীদের একমাত্র মেম্বার প্রার্থী বাবুধন চাকমা, হরিখোলা হেডম্যান কমল চাকমাসহ অন্যান্যদের মধ্যে ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক উমংক্য চাকমা, টেকনাফ উপজেলার ছাত্রপরিষদের সভাপতি অংচিতাইন চাকমা, নিরন্ততনচংগ্যা, স্বাগত বক্তব্য রাখেন চিসইমার্মা এবং সংঞ্চালকের দায়িত্ব পালন করেন লাটুচাকমা।

DSC07510ড়ড়ড়ড়সকল শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোটাচালু, আদিবাসীদেরকে চিরায়তভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করে ভূমি অধিকার প্রতিষ্ঠার দাবিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শরৎ জ্যোতিচাকমাবলেন,সরকারের ঘোষণাবাংলাদেশ মধ্যমআয়ের দেশ কিংবাউন্নত দেশ কিংবা সোনারবাংলাদেশ হবে। কিন্তু সরকারকেমনেরাখতেহবে এই দেশের ৪৫টির অধিকআদিবাসীজাতিসমূহকেপিছনে ফেলে রেখেআপনার এই ঘোষণা বাস্তবায়িত হবেনা এবং হতে পারে না। শতাব্দীর পর শতাব্দীধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত কক্সবাজার অঞ্চলের আদিবাসীদের জাতীয় অস্তিত্ব ও আত্ম পরিচয় টিকিয়ে রাখতে হলে সকলকে অধিকার সচেতন হতে হবে। আদিবাসী ছাত্রদেরকে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করে সংগ্রামী চেতনা ধারন করতে হবে । সংগ্রাম ব্যতীত আদিবাসীদেও অধিকার কোন সরকার দিবেনা, সংগ্রামকরেই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর ঐক্যবদ্ধভাবে সংগ্রাম পরিচালনার জন্য বাংলাদেশ আদিবাসী ফোরামের পতাকাতলে সমবেত হতে হবে। বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রকার ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহবান জানান। সমাবেশে তিন শতাধিক আদিবাসী ছাত্রছাত্রীউপস্থিত ছিল।সমাবেশ শেষেউমংক্য চাকমাকে সভাপতি, লাটু চাকমাকে সাধারণ সম্পাদক এবং অংকিউঅং চাকমাকে সাংগঠনিক সম্পাদককরে ২১ সদস্য বিশিষ্ট একটিক মিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM