বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু জাহাজ

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু জাহাজ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ হারমনি ফ্রান্সের পশ্চিমাঞ্চলে তার প্রথম সমুদ্রভ্রমণ শুরু করেছে। বৃহস্পতিবার জাহাজটি সেন্ট-নজির বন্দর ছেড়ে যায়। এসময় জাহাজটি দেখতে হাজার হাজার মানুষ বন্দরে জড়ো হয়। তিনদিনের সমুদ্রভ্রমণ শেষে আগামী রবিবার এটি ফিরে আসবে বলে জানা যায়।

একশো দশ কোটি মার্কিন ডলারের ব্যয়বহুল এ জাহাজটি তৈরি করেছে ‘রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ক্রুজ কোম্পানি’। এক লাখ ২০ হাজার টন ওজনের জাহাজটি দুই মাস পরে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফার্মে সরবরাহ করা হবে।

paris_24323১৬ তলা বিশিষ্ট জাহাজটির উচ্চতা ৩৬২ মিটার। যা প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও ৫০ মিটার বেশি। ৭০ মিটার বা দুইশো ৩০ ফুট দৈর্ঘ্যের জাহাজটি ছয় হাজার যাত্রী বহন করতে সক্ষম। এছাড়া জাহাজটি তত্ত্বাবধানে দুই হাজার ‘ক্রু’র প্রয়োজন হবে। সূত্র: বিবিসি

সূত্র-বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM