সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

জেলে পাঠালেও মুখ বন্ধ হবে না রাহুল গান্ধীকে স্মৃতি ইরানি

জেলে পাঠালেও মুখ বন্ধ হবে না রাহুল গান্ধীকে স্মৃতি ইরানি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:
1442902152ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে তিনি যেন তাকে জেলে পাঠান। স্মৃতি ইরানি বলেন, কংগ্রেসের কৃষকের জমি আত্মসাতের বিষয়ে তিনি তার কণ্ঠ রুদ্ধ করবেন না। এ নিয়ে কংগ্রেস তার বিরুদ্ধে লিগ্যাল নোটিস ইস্যু করলে তার একদিন পর রবিবার আমেথীতে তিনি এ কথা বলেন।
স্মৃতি ইরানি বলেন, ‘কিছু লোক আমার এখানে সফর করায় বিরক্ত হচ্ছেন। তারা আমার বিরুদ্ধে মেতে উঠেছে।’ গান্ধী পরিবার আমেথীতে কৃষকদের জমি আত্মসাত্ করেছে বলে সম্প্রতি অভিযোগ আনেন তিনি। সেই অভিযোগের বিরুদ্ধে স্মৃতির কাছে লিগ্যাল নোটিস পাঠানো হয়। উত্তর প্রদেশ কংগ্রেসের আইনজীবী ওই নোটিসে বলেন, ভিত্তিহীন কথা বলার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নইলে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা করবে কংগ্রেস। স্মৃতি অবশ্য নোটিস পেয়েও থেমে যাননি। তিনি বলেন, ‘আমার সমালোচনায় কংগ্রেসের কিছু নেতা অস্থির হয়ে পড়েছেন। আসলে কংগ্রেস মনে করে মহিলা মাত্রই অবলা। কিন্তু এবার ওরা টের পাবে। আমাকে গরাদে পুরে দিলেও সমালোচনা থামাব না।’ আমেথীতে গিয়ে স্মৃতি অভিযোগ আনেন, রাহুল গান্ধী জমি অধ্যাদেশের বিরোধিতা করছেন, কিন্তু গান্ধী পরিবারই গরিবের জমি গ্রাস করে নিয়েছে। আদালত ওই জমি ফিরিয়ে দেয়ার নির্দেশ দিলেও তা করা হয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM