বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
কক্সবাজারে নাজিরার টেক সমুদ্রে দূর্ঘটনায় পড়েছে একটি বেসামরিক কার্গো বিমান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১ জন আর নিখোঁজ রয়েছে আরো ৩ জন।
বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা যায়।
জানা যায়, বুধবার সকালে একটি কার্গো বিমান কক্সবাজার বিমান বন্ধর থেকে উড়ে যায়। বিমান বন্দরে কয়েকটি চক্কর দিয়ে হঠাৎ নাজিরার টেক সমুদ্র পয়েন্টে দূর্ঘটনার কবলে পড়ে। এতে ১জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে জেলেরা। এছাড়া আরো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ ।
দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী আবু বক্কর জানান, হঠাৎ একটি বিমান ঝাউগাছের উপর দিয়ে যাচ্ছে দেখে আমরা আগ্রহ নিয়ে দেখতে যায়। একটু পরে কার্গো বিমানটি সমুদ্রে পড়ে যায়। আমরা গিয়ে ১জনকে উদ্ধার করি। তিনি জানান জেলেরা কার্গো বিমানটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আমরা ঘটনা স্থলে এসে বিমানটি উদ্ধারের চেষ্টা করছি। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আর বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
মন্তব্য করুন