বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের নিবার্চন ২৭মার্চ অনুষ্ঠিত হবে। টেকনাফ উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, নিবার্চন কমিশন সচিবালয়ের ৬মার্চ ২০১৬তারিখে নং ১৭০০০০০০০৭৯,৪১,০২২,১৬-৬২ নম্বর পত্রের নির্দেশনা অনুযায়ী হোয়াইক্যং এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের নিবার্চন ২০১৬ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নিবার্চন বিধিমালা ২০১০এর ১০বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে আমি মোঃ মেছবা উদ্দিন জেলা নিবার্চন অফিসার কক্সবাজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলেন।
তিনি জানান, আগামী ১০মার্চ প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ।
১১মার্চ প্রতিক বরাদ্ধ, ২৭মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিবার্চনের অনুষ্ঠানের তারিখ ঘোষনা করায় প্রার্থী ও ভোটাদের মধ্যে নেমে এসেছে খুশি ও আনন্দের জোয়ার। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ফিরোজ নামে এক ব্যক্তি নিবার্চন বন্ধের জন্য মহামান্য হাই কোটে রীট করলে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের নিবার্চন ২মাসের জন্য স্থগিত ঘোষনা করে।
মন্তব্য করুন