বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বি.জি.সি ট্রাস্ট ইউনিভার্সিটির অষ্টম সেমিস্টারের (অনার্স) ছাত্র আব্দুল্লাহ আল মিশকাতের দাফন সম্পন্ন হয়েছে। তার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার কৈয়ারবিল উত্তর ডিককুল এলাকায় গত শনিবার বাদ জোহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার অকাল মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল চব্বিশ। মিশকাত একই এলাকার ঠিকাদার নজির আহমদ দিদার ও কামরুনেচ্ছার প্রথম পুত্র। এছাড়া সাংবাদিক রাশেদুল মজিদ ও আরফাতুল মজিদের খালাতো ভাই। এদিকে তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মিশকাতের সকল বন্ধু, আত্মীয় স্বজন, এলাকাবাসী ও কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’ এর সদস্যরা।
মন্তব্য করুন