বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
উখিয়া প্রতিনিধি
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অসৈজন্যমূলক আচরনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে যুবলীগ নেতাকর্মীরা।
রবিবার সন্ধ্যায় ওসি হাবিবুর রহমানের প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী এ অবরোধ চালায় তারা। এসময় টেকনাফ কক্সবাজার সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। এতে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রী এবং পর্যটকদের।
যুবলীগ কর্মী নুরুল ইসলাম জানান, ইউনিয়ন যুবলীগের এক কর্মীর গাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিয়ে কথা বলতে কর্মীদের নিয়ে থানায় যান উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আযাদ। বিষয়টি ভালভাবে নিতে পারেনি ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অকথ্যভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে যুবলীগ কর্মীরা
থানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করে ওসির প্রত্যাহারের দাবি জানান। উত্তেজিত নেতাকর্মীরা ওসির বিরোদ্ধে বিভিন্ন শ্লেগানে উখিয়ার রাজপথ দখল করে রাখে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে ওসি হাবিবকে দ্রুত প্রত্যাহার করা না হলে তারা কঠোর অন্দোলন করবেন। যে কোন পরিস্থিতির জন্য তারা প্রশাসনকে দায়ি নিতে হবে বলে দাবি জানান তারা। পরে সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন তারা।
যুবলীগের সভাপতি মুজিবুল হক জানান, বর্তমান ওসি’র আজকে নয় প্রতিদিন নানা অভিযোগের পাহাড় রয়েছে তার বিরুদ্ধে। প্রতিদিন সাধারণ বিচার প্রার্থীদের হয়রানি করেন তিনি। বর্তমানে তার অত্যচার থেকে উখিয়ার জনগণকে রক্ষা করতে উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব উল্লাহকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চ্ষ্টো করে পাওয়া যায়নি।
মন্তব্য করুন