বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফ উপজেলার ৪টি ইউনিয়নে জমজমাট নিবার্চনী প্রচারনা শুরু হয়েছে। টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্টমার্টিন ইউনিয়নের স্ব-স্ব চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বার প্রার্থীগণ প্রচারনা শুরু করেছে। টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে রং বেরংয়ের নিবার্চনী পোস্টারে চেয়ে গেছে। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীগণ নিবার্চনী আচরণবিধি লংগন করে বড় বড় শো ডাউন করছে। গাড়ীর বহর নিয়ে নেচে-গানে ভোটারদের মন ভোলানোর জন্য বিভিন্ন ধরনের শ্লো-গান, গান ইত্যাদি গেয়ে চলেছে। সকাল হতে রাত গভীর পর্যন্ত চলছে প্রচারনা। নিবার্চনী মাঠ পরিদর্শন করে দেখা যায়, অনেক প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী ও হাতে তসবি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। অপর দিকে অনেক প্রার্থী মোটা মোটা টাকা দিয়ে ভোট ক্রয় করে নিবার্চিত হওয়ায় চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য যে, এ বারের নিবার্চনে তরুনদের প্রধান্য যেমনি বেশী তেমনি ইয়াবা প্রার্থীদের সংখ্যাও বেশী। তাদের রয়েছে কাড়ি কাড়ি টাকা। সমস্যায় রয়েছে সৎ, যোগ্য, সমাজ সেবক ও শিক্ষিত প্রার্থীগণ। তরুন ও মেহনতি ভোটারগণ টাকার প্রতি সামান্য লোভ দেখালেও কিন্তু সচেতন ভোটারগণ চুল ছেরা বিশ্লেষণ করে সামনে এগুচ্ছে। এরা প্রতিটা প্রার্থীদেরকে আশ্বস্থ করে যাচ্ছে যে, সবাইকে আমরা চিন্তা বিবেচনা করে ভোট প্রদান করব। এ ধরনের বাণী শুনিয়ে কাল ক্ষেপন করছেন। এদের অভিমত হচ্ছে, নিবার্চনের দিন অনেক দূরে। সময় আসলে বিচার বিবেচনা করে কারা জনগণের খেতমদ, এলাকার উন্নয়ন ও দেশের র্সাবিক উন্নয়ন করে সরকারে সহযোগিতা করতে পারবে তাদেরকে আমরা ভোট দিয়ে আগামী ৫বছরের জন্য নিবার্চিত করব।
যেহেতু একজন জনপ্রতিনিধি বা নেতা হতে হলে তার যোগ্যতা, অভিজ্ঞতা ও আচার আচরণ, ভদ্র, ন¤্র হতে হবে। এদিকে নিবার্চনে অংশ নেওয়া প্রতিটি প্রার্থী বিজয় হওয়ার আশা পোষন করছে। তারা বলছে এলাকার ভোটাদের অনুমতি নিয়ে, মা-বাবার দোয়া নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশে আল্লাহ আমি জয় যুক্ত হবই।
মন্তব্য করুন