বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফ পৌর এলাকার স্বর্ণকার মংমংসে এর বাড়িতে বিজিবির সাড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানায়, গত ৫মার্চ গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণকার মংমংসে এর বাড়িতে অভিযান শুরু করে । অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণ জব্দ করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ যার বাজার মূল্য ৩কোটি ২৬ লাখ ৬৫ হাজার টাকা, নগদ বাংলাদেশী ৪২ লাখ ৬৫ হাজার ও বার্মিজ ২২হাজার ৫শ টাকা। স্বর্ণকার মংমংসে(৪৫) পিতা অংসং লামার বাজার, পৌরসভাকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানের কারনে টেকনাফ পৌর বাজারের স্বর্ণকারদের মধ্যে আতংক বিরাজ করছে। অনেকেই দোকান খোলেনি। আবার অনেকেই দোকান বন্ধ করে স্থান ত্যাগ করেছে। বিশেষ করে রাখাইন সম্প্রদায়ের স্বর্ণকারেরা আতংকে রয়েছে বেশী। উল্লেখ্য যে, টেকনাফ পৌর এলাকায় সিংহ ভাগই স্বর্ণকার হচ্ছে রাখাইন সম্প্রদায়। তাদের স্বর্ণের দোকান গুলো হচ্ছে পৌর এলাকার লামার বাজারে লোকালয়ে। এখানে স্বর্ণের দোকান কাম, বাস ভবন। দীর্ঘ দিন ধরে এভাবে তারা ব্যবসা চালিয়ে আসচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, রাখাইন সম্প্রদায়ের স্বর্ণের দোকান গুলোর মধ্যে যে সমস্ত কারিগর ও শ্রমিক রয়েছে এদের মধ্যে বেশীর ভাগই মিয়ানমারের অবৈধ নাগরিক। তাদের অনেকেই বাংলা ভাষা বুঝে না।
মন্তব্য করুন