শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
কক্সবাজারে ‘পড়ার দক্ষতা বৃদ্ধি; একটি বৈশ্বিক এজেন্ডা’ শীর্ষক আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। হোটেল লং বীচে সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।
প্রশিক্ষণ উদ্বোধন করে ভয়েস অভ্ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
তিনি বলেন শিক্ষার মান উন্নয়ন করতে হলে সমাজের সকল স্তরের মানুষদের মানষিক অবস্থার পরিবর্তন করতে হবে। তাছাড়া সমাজের ছোট ছোট সমস্যা চিহ্নিত করে সমধানের পথ খুঁজতে হবে। তবেই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি সেটি স্বার্থক হবে।
আলোচনায় অংশ নিয়ে ইউএস এইডে’র হেলথ সিস্টেম স্ট্রেংথিং টিম লিডার ড. উম্মে মীনা।
তিনি বলেন, শিশুদের বেড়ে উঠার সাথে সাথে ভাষার উচ্চারণ, ভাষার ব্যবহার, শব্দের অর্থ বুঝাতে হবে। আর সকলের সহযোগিতা ছাড়া এমন কঠিন কাজ বাস্তাবায়ন করা প্রায় অসম্ভব হবে বলে তিনি মনে করেন।
এছাড়া আলোচনায় অংশ নেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম ছিদ্দিকুর রহমান।
তিনি বলেন, যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত উন্নত হবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা পাশের জন্য পড়ে। পড়ার সক্ষমা তাই কম।
পৃথিবীর একমাত্র জাতী আমরা যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আর সে জাতি যদি ভাষার ব্যবহার সম্পর্কে অবগত না হয় তবে সত্যি দু:খজনক। তাই পিতা, মাতা, শিক্ষক, শিক্ষার্থী এবং সকল মানুষকে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি চাকুরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কর্মশালায় ইউএস এইডের এ্যাডুকেশন টিম লিডার শহিদুল ইসলাম।
তিনি বলেন, পড়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ইউএসএআইডি। বর্তমানে কক্সবাজারের টেকনাফে ১৯টি, উখিয়ায় ৩০টি, রামুতে ৫৬টি এবং সদর উপজেলায় ১১টি বিদ্যালয়ে কাজ করছেন তারা।
কর্মশালায় শিশু শিক্ষার গুরুত্ব, গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণ ও সহজ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন তিনি।
এসময় কর্মশালায় অংশ গ্রহণকারী গণমাধ্যম কর্মীরা তাদের অনুভুতি প্রকাশ করেন।
ইউএসএইডের ও ভয়েস অব আমেরিকার যৌথ আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার মিডিয়া পার্টনার ছিলেন রেডিও টুডে।
কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন স্থানীয় গণমাধ্যম কর্মীরা দুপুরে ‘রীড’ প্রকল্পের সাইট ভিজিটে যান। এরপর বিকেলে গ্রুপ ভিত্তিক আলোচনা শেষে রিপোর্ট তৈরি করেন।
পরে সনদ অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
কর্মশালায় দেশের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন