বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

১৩০০ সন্তানের বাবা!

১৩০০ সন্তানের বাবা!

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত ডেক্স:
তিনি একজন সাবেক পোস্টম্যান। বয়স নব্বইয়ের কোঠায়। তার আরও একটি পরিচয় সম্প্রতি প্রকাশ পেয়েছে। আর তা হলো তিনি ১ হাজার ৩০০ জন সন্তানের বাবা। অবশ্য তিনি নিজেই তা জানতেন না। তার দুই সন্তানের কল্যাণেই বিষয়টি বেরিয়ে এসেছে।
২০০১ সালে বাবার পরিচয় জানতে প্রাইভেট ডিটেক্টিভের কাছে গিয়েছিলেন আমেরিকার বাসিন্দা দুই ব্যক্তি। তার পর ১৫ বছর ধরে চলে তদন্ত। ২০০১ সাল থেকে চলা এই তদন্তের শেষে জানা যায়, তাদের বাবা শুধুমাত্র তাদেরই বাবা নন। তাদের মতো আরও ১২৯৮ জনের বাবা তিনি!
ওই বেসরকারি গোয়েন্দা সংস্থার এক কর্মী জানান, ১৫ বছর ধরে তারা খোঁজখবর করেছেন। ডিএনএ টেস্ট করা হয় বহু মানুষের। আর দীর্ঘ কয়েক বছর ধরে চলা ডিএনএ টেস্টের সেই রিপোর্ট সত্যিই ছিল তাক লাগানো।
শুধু ওই দুই ব্যক্তিই নন, তাদের তদন্ত অনুযায়ী ওই পোস্টম্যানের ঔরসে ১৩০০ জনের জন্ম হয়!
এক হাজারেরও বেশি সন্তানের খবর শুনে এতটুকু চিন্তিত বা লজ্জিত নন তিনি। উল্টে তার মনে পড়ে গেছে, উদ্দাম যৌবনের সুন্দর সেই দিনগুলোর কথা।
তিনি বলেন, সেই দিনগুলো খুব ভালো ছিল। নারীদের কাছে আমি খুব জনপ্রিয় ছিলাম। তবে, বাবার এই কাণ্ডের কথা জানার পর তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেয়নি সন্তানরা।

সূত্র-বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM