বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
শাহিদ মোস্তফা শাহিদ, সদর
কক্সবাজার সদরের ইসলামাবাদে এক অসহায় এতিম পরিবারকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২মার্চ বুধবার রাত সাড়ে ১২টার দিকে উত্তর পাহাশিয়া খালী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানা যায়, বর্ণিত এলাকার মৃত মোহাম্মদ শফির পৈত্রিক সুত্রে পাওয়া ৩৯ কড়া জায়গা তার তিন ছেলে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল ইত্যবসরে ২ ছেলে চাকরির সুবাদে দেশবিদেশে অবস্থান করলে তার ১ম পুত্র সেলিম অধিকাংশ জমি তার দখলে নিয়ে যায়। ২য় পুত্র মিজানুর রহমান চাকরি শেষে বাসায় ফিরে নতুন বাড়ী নির্মাণ করার প্রক্রিয়া চালালে ভাই সেলিমের স্ত্রী আয়েশা, পুত্র মোহাম্মদ শরিফ বাঁধা প্রদান করে। এক পর্যায়ে মিজান ও তার অপর ভাই আমিনুর রহমানকে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়।
১ মার্চ বাড়ী নির্মাণ করার চেষ্টা করলে আবারো মিথ্যা মামলায় ফাঁসাতে উক্ত শরীফ রাতের অন্ধকারে তাদের বাসায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা টের পায়। তাৎক্ষনিক স্থানীয়রা জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানায়, রাতের অন্ধকারে সেলিমের পুত্র শরিফ তাদের নিজ ঘরে আগুন দিয়ে পালানোর সময় তাকে দেখতে পায়। খবর পেয়ে পরদিন সকালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইমাম হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হক, মেম্বার আবদুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে। মোহাম্মদ শফির পুত্র মিজানুর রহমান জানায়, পৈত্রিক সুত্রে পাওয়া জমির উপর ঘর নির্মাণ করতে গেলে তার আপন ভাই সেলিমের স্ত্রী আয়েশা, ভাইপো শরিফ বাঁধা প্রদান ও ভাঙচুরের চেষ্টা চালায়।
এমনকি জায়গাটি তাদের দখলে নিতে গত ২৪ ফেব্রুয়ারী রাতে অপর ভাই আমিনুর রহমানকে পুলিশ দিয়ে আটক করে। পরে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিয়ে আসা হয়। তারা আমাকে বিভিন্ন মামলায় ফাঁসাতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত সেলিমের পুত্র মোহাম্মদ শরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি উল্টো মিজানুর রহমানকে দোষারূপ করে তাদের জমির অংশে বাড়ী নির্মাণ করছে বলে জানায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হক সওদাগর, মেম্বার আবদুর রাজ্জাক নিজঘরে আগুন দিয়ে অন্যকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে বলে জানান।
মন্তব্য করুন