মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগ পন্থী আইনজীবী সমন্বয় পরিষদ। আর বিএনপি-জামায়াত সমর্থীত জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম পেয়েছেন ৫টি। এছাড়া ভোট গণনা নিয়ে সমস্যা থাকায় সভাপতি পদের ঘোষনা স্থগিত রাখা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নির্বাচন কমিশনার মো: শাহ জাহান এ ঘোষনা দেন।
নির্বাচন কমিশানার ঘোষিত তথ্য মতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ২৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি-জামায়াত পন্থী এডভোকেট তাওহীদুল আনোয়ারা ২২৮ ভোট পান।
এছাড়া সহ-সভাপতি পদে আওয়ামীলীগ পন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে (আওয়ামীলীগ সমর্থিত) এডভোকেট মোঃ বদিউল আলম সিকদার ২৬৮ ভোট এবং বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে এডভোকেট এস.এম নুরুল ইসলাম ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট এ.কে.ফজলুল হক চৌধুরী ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়।
সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিএনপি-জামায়াত সমর্থীত জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম থেকে এডভোকেট এ.কে ফিরোজ আহমদ ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট মোঃ শামশুল হক ২৯৪ ভোট পেয়ে ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: আবুল হোসেন ২৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।
তাছাড়া সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে থেকে এডভোকেট ইকবালুর রশিদ আমিন- ৩৪৩ ভোট, ২নং সদস্য এডভোকেট ফাহিমা আকতার- ৩২৫ ভোট, ৩নং সদস্য এডভোকেট আমজাদ হোসেন- ৩০৬ ভোট, ৪নং সদস্য এডভোকেট এ.কে.এম এরশাদ উল্লাহ- ২৯৭ ভোট, ৬নং সদস্য কপিল উদ্দিন চৌধুরী- ২৬৯ ভোট ও ৯নং সদস্য এডভোকেট পিযুষ কান্তি চৌধুরী- ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপর দিকে জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও সমমনা আইনজীবী প্যানেলে (বিএনপি-জামায়াত সমর্থীত) ৫নং সদস্য সাব্বির আহমদ- ২৮৯ ভোট, ৭নং সদস্য নাজিম উদ্দিন- ২৬১ ভোট ও ৮নং সদস্য মোঃ ফরিদ উদ্দিন ফারুকী- ২৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে সকল ১০টা থেকে শুরু হওয়া ভোট বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। আর রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এড: মো: শাহ জাহান।
এবারে ৫৫২ ভোটারের মধ্যে ৫১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট মুহাম্মদ বাকের, এ্যাডভোকেট কামরুল হাসান, এ্যাডভোকেট মুহাম্মদ রাশেদ, এ্যাডভোকেট ফরিদুল আলম ও এ্যাডভোকেট আবু ছিদ্দিক।
উল্লেখ্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নিবার্চনে ১৭টি পদ রয়েছে।
এদিকে বারের নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে নাজেহাল হয়েছেন সংবাদকর্মীরা। তাই এ সংবাদ বয়কটের ঘোষনা দেন তারা।
মন্তব্য করুন