রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন

ঈদে জিটিভির বিরতিহীন আয়োজন

ঈদে জিটিভির বিরতিহীন আয়োজন

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স:

1442853420একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল প্রতিষ্ঠানকে সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা শ্রেণি ও পেশার দর্শকদের সাথে একান্ত পর্যালোচনা করে, তারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চায়, বিজ্ঞাপন তাদের কতটুকু অস্বস্তির কারণ ইত্যাদি বিষয়ে দর্শক মতামত নেয় জিটিভি। প্রায় নয় মাস ধরে এই জরিপ চালায় চ্যানেলটি। আর প্রথমবারের মতো দর্শকদের চাহিদা অনুযায়ী ঈদ বিনোদনের বিভিন্ন পসরা নিয়ে অনুষ্ঠানমালা সাজিয়েছে  চ্যানেলটি। এবারের ঈদ অনুষ্ঠানমালায় জিটিভি যেসব অনুষ্ঠান প্রচার করবে তাতে কোনো বিজ্ঞাপন বিরতি থাকবে না। এ উপলক্ষে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে জিটিভি। সেখানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুসহ সংশ্লিষ্ট অনেকেই। এই আয়োজনে সবাই উত্সাহ দিয়েছেন। এ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘টেলিভিশন সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাঝে বিজ্ঞাপন দেখানো হয়। সম্প্রতিকালে এই বিজ্ঞাপন প্রচার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং অবশ্যই এই ধরনের বিতর্কের নিষ্পত্তি হওয়ার প্রয়োজন। এই যখন প্রেক্ষাপট তখন ঈদুল আযহা উপলক্ষে জিটিভির অনুষ্ঠান অর্থাত্ নাটকের মাঝে বিজ্ঞাপন প্রচার না করে নিরবিচ্ছিন্নভাবে নাটক প্রচারের উদ্যোগটি আমার মতে একটি যুগান্তকারী পদক্ষেপ।’ এছাড়াও দেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা বলেন, ‘বিপন্নতা, এটি একটি গল্প হয়ে উঠতে পারতো, কিন্তু এটি একটি নাটকের নাম। বিরতিহীন একটি নাটকের নাম। আশা করছি দর্শকরা বিজ্ঞাপন বিরতিহীন এই নাটকটি দেখবেন এবং দর্শকদের ভালো লাগবে বলে আমার মনে হয়।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM