বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

পেকুয়ায় ফের গোলাগুলি : এলাকায় চরম আতংক

পেকুয়ায় ফের গোলাগুলি : এলাকায় চরম আতংক

অনলাইন বিজ্ঞাপন

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় আবারো গোলাগুলির ঘটনা ঘঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের আন্নর আলী পাড়ার শাহালমের ছেলে প্রবাসী শওকত এর বিয়ের অনুষ্টানে নৃত্যু ও গানের অনুষ্টান ভাংঙ্গা ও না ভাংঙ্গার পক্ষ নিয়ে দু’পক্ষে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষে অন্তত ১০/১২ রাউন্ড গুলিবিনিময় করে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই সময় বারবাকিয়াসহ সীমান্ত এলাকা পেকুয়া চৌমহনী ও বাজারে আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ জনগন দিগবেদিগ পালাতে থাকে।

জানা গেছে, গোলাগুলির ঘটনার দিন বারবাকিয়ার আন্নর আলী পাড়ার সাহাবউদ্দিনের প্রবাসী পুত্র শওকত এর বিয়ের দিন ধাহ্য ছিল। পূর্ব পরিকল্পনামতে ওই বাড়িতে নৃত্য ও গানের আসর শুরু হয়। এ সময় গান করার পক্ষে অবস্থান নেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিসহ তার অনুগতরা। গান না করার পক্ষে অবস্থান নেয় অপর একটি পক্ষ। বিষয়টি নিয়ে দু’পক্ষে চরম উত্তেজনা সৃষ্টি হলে অবৈধ অস্ত্রের ৬/৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এক সময় ৩য় একটির পক্ষ নিয়ে যুবদলের এক নেতা তাদের লাইন্সেস করা বন্দুক নিয়ে ৬/৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। ওই সময় বিয়ের গানের অনুষ্টানে আগত মেহেমানরা পালাতে থাকে। শুরু হয় ব্যাপক হৈ-হোল্লাড়। আর এ আতংক ছড়িয়ে আশাপাশের এলাকায়।

তাৎক্ষনিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌওনালা বদিউল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ওই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললে গুলি বর্ষনের কথা স্বীকার করেন।

গোলাগুলির ঘটনার বিষয়ে পেকুয়া থানার ওসি মিয়া মুস্তাফিজ ভুইয়া কাছে জানতে তিনি জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি আমি শুনেছি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM