শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত রিয়াজ স্মৃতি সংসদের উদ্যোগে আলী মুহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজের ১৮তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
শুক্রবার কলাতলী সৈকত কিন্ডাগার্টেন স্কুল মিলনায়তনে। সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ শাখার সংগঠক ও সদস্যরা রক্তসংগ্রহে সহযোগিতা প্রদান করে। স্থানীয় ১৭ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। সংগৃহিত রক্ত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসারত অসহায়-দুঃস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হবে।
রক্তদান কর্মসূচি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রিয়াজ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা, অকাল প্রয়াত রিয়াজুল ইসলামের পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, কলাতলী সমাজ কমিটির সভাপতি মফিজুর রহমান, রিয়াজের শিক্ষক দেলোয়ার হোসেন ও সন্ধানীর পক্ষে আতিকুল হাসান আকাশ।
উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী আবদুল কাদের, রফিকুল আলম, সংসদের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক তারেক আজীজ প্রমুখ।
দুইদিনব্যাপী গৃহিত কর্মসূচির শেষ দিনে আজকে আয়োজন করা হয়েছে রিয়াজের আতœার মাগফেরাত কামনায় খতমে কোরান, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত এবং কবর জিয়ারত।
উল্লেখ্য, কক্সবাজার সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী ছাত্র রিয়াজ গত বছরের ১৭ জুলাই পবিত্র ঈদুল ফিতরের পূর্বের দিন কলাতলী সড়কে মর্মান্তিক সড়ক দূর্র্ঘটনায় মারা যান। তার স্মৃতি রক্ষার্থে গঠন করা হয়েছে সেবাব্রতি সংগঠন স্মৃতি সংসদ।
মন্তব্য করুন