বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
মানব পাচারকারি, পালাতক এবং মন্দির হামলা ও পোড়াসহ বিভিন্ন মামলার আসামীদের নিয়ে সভা করায় ওয়ার্ড কমিউনিটি পুলিশের পদ থেকে পদত্যাগ করেছেন ২৩জন কর্মকর্তা।
শুক্রবার জালিয়া পালং ইউনিয়নের ছেপটখালী ঢালার মুখ নামক স্থানে অনুষ্টিত মাদক, মানবপাচর ও নারী নির্যাতন সচেতনামূলক সভা শেষে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি কামাল হোসেনসহ ২৩ জন কর্মকর্তা পদত্যাগ করেন।
ইউনিয়ন কমিউনিটি পুলিশ’র সভাপতি কায়সারকে পদত্যাগ পত্র প্রদান করেন।
পদত্যাগকারী ওয়ার্ড সভাপতি কামাল হোসেন জানান, কমিউনিটি পুলিশ আজ নানা অপরাধেরে সাথে জড়িয়ে পড়ছে। সভায় মন্দির পোড়া হামলার আসামী, চিহ্নিত মানব পাচারকারী, পালাতক আসামীসহ সমাজের চিহ্নিত অপরাধীরা এসে মঞ্চে বসলে আমরা প্রতিবাদ জানায়। কিন্তু কমিউনিটি পুলিশের সদস্যরা আমাদের কথা কর্ণপাত না করায় ওয়ার্ডের সকল কর্মকর্তা প্রতিবাদস্বরুপ পদত্যাগ করেছেন।
ইউনিয়নের সভাপতি কায়সারফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য উক্ত সভায় প্রধান অথিতি ছিলেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, বিশেষ অথিতি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনুয়ার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এসএম ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী রাশেল প্রমুখ।
মন্তব্য করুন