বিনোদন ডেক্স:
গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে এবারও সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এবার থাকছে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের পরিবেশনায় একটি নৃত্য। কবিগুরুর একটি গানের সাথে ব্যতিক্রমী কম্পোজিশনে অপি করিমের সঙ্গে এই নৃত্যে অংশগ্রহণ করেছে একদল নৃত্যশিল্পী। এছাড়াও থাকছে
ব্যতিক্রমী সাইকেল ও সাইকেল চালনার ওপর একটি মজাদার রিপোর্টিং। এবারও কোরবানির ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর বেশ ক’টি নাট্যাংশ ছাড়াও রয়েছে অনেক চমক। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে।
মন্তব্য করুন