শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজার সরকারি কলেজ’র উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরি করেন কলেজ প্রশাসন। প্রভাতফেরির র্যালীটি কলেজের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ শহীদ মিনারে শহীদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শেষ হয়।
এসময় কলেজ প্রশাসনের পরে বিভিন্ন বিভাগ ও ছাত্র সংগঠনের পক্ষথেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ মিলনায়তনে এ আলোচন সভা অনুষ্টিতহয়।
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উৎযাপন পরিষদের আহবায়ক মো: সোলাইমান।
এতে প্রধান অথিতি ছিলেন কক্সবাজার কলেজ’র অধ্যক্ষ একেএম ফজলুল করিম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপাধক্ষ্য ছলিমুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আবু রায়হানমো: আশিকুর রহমান, আবুল মনছুর, আরিফ ইলাহী, মুজিবুর রহমান, মিঠুন চক্রবর্তী, দিদারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল।
মন্তব্য করুন