শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
মো: ফারুক,পেকুয়া
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের স্থলে চাউলের বস্তা উত্তোলন করেছেন স্থানীয় জামায়াত নেতা আবুল কালাম।
জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রবিবার তাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যাক্তি আরবশাহ বাজারের ব্যবসায়ী করম আলী সাওদাগরের পুত্র।
এ সময় পুলিশ ওই চাউলের বস্তাসহ বাঁশটিও উদ্ধার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারী শহীদ দিবসে মহান জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার সরকারী ঘোষনা রয়েছে। এ উপলক্ষে উপজেলার প্রত্যেকটি দোকান, ব্যবসা প্রতিষ্টানসহ গুরুত্বপূর্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরকারের
এ ঘোষনাকে বৃদ্ধাঙ্গুলিদেখিয়ে জাতীয় পতাকার স্থলে বস্তা তুলেছেন আটক ব্যবসায়ী।
বিষয়টি সচেতন সমাজের নজরে আসলে সকালে স্থানীয়ভাবে রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজখান রাজু দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে এটি নামিয়ে ফেলার অনুরোধ জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরপরও কর্ণপাত না করায় তিনি রাজাখালীস্থ পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ তাৎক্ষনিক ব্যবসায়ীকে আটক করে। এসময় বস্তাও বাঁশটি নিয়ে যায় পুলিশ।
এদিকে স্থানীয়রা ব্যবসায়ীরা জানিয়েছেন, আটককৃত আবুল কালামের পুরো পরিবার জামায়াতের রনাজনীতির সাথে জড়িত। তার ভাই আবু তৈয়ব রাজাখালী ইউনিয়ন জামায়াতে প্রচার সম্পাদক ও তার পিতাও জামায়াতের সদস্য।
মন্তব্য করুন