বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
কক্সবাজারে তারকা হোটেল কক্স টুডেতে এক পর্যটক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
২১শে ফেব্রুয়ারী সন্ধ্যা স্বামীর সাথে অভিমান করে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে বলে হোটেল কতৃপক্ষ নিশ্চিত করেছেন।
নিহতের নাম সোনিয়া আক্তার রিয়া(২৭)। স্বামীর নাম সুদিপ রয়। তারা ঢাকা থেকে কক্সবাজারে এসেছে বলে জানিয়েছেন তারা।
হোটেল কতৃপক্ষ জানিয়েছেন, গত ১৯ ফেব্রুয়ারী তারা হোটেলে রুম ভাড়া নিয়েছিল। আজ রবিবার অনাকাংকিত এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কক্সবাজার সদর হাসপাতাল কর্তব্যরত কর্মকর্তা দিপঙ্কর জানিয়েছেন, থানা পুলিশ এবং হোটেল কতৃপক্ষ অজ্ঞাত পরিচয়ে একটি মেয়ের লাশ হাসপাতালে নিয়ে আসে। লাশটি এখন মর্গে রয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য করুন