ক্রিড়া প্রতিবেদক:
অ্যান্থনি মার্শালের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ছয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে কোচ লুই ফন গলের দল।
সাউদাম্পটনের মাঠে ডিফেন্ডার লুক শ’র অনুপস্থিতিতে অবশ্য শুরুতে থেকেই নড়বড়ে মনে হয়েছে রেড ডেভিলসদের রক্ষণভাগ। সাউদাম্পটনের গ্রাজিয়ানো পেলে এবং দুসান ট্যাডিচদের আটকাতে হিমশিম খাচ্ছিল ড্যালে ব্লিন্ড এবং মার্কোস রোহোরা। ট্যাডিচের শটটি লক্ষ্যভ্রষ্ট না হলে ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তিন মিনিট পরে অবশ্য কোন ভুল করেননি পেলে। সাদিও মানের শটটি চমত্কার দক্ষতায় ডেভিড ডি গিয়া ফিরিয়ে দিলেও ফিরতি শটে পেলেকে বঞ্চিত করতে পারেননি তিনি। এর দু’মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার আরো একটি সহজ সুযোগ পেয়েছিলেন ইতালিয়ান স্টাইকার। তবে এবারে ব্যর্থ হন পেলে। গোল পেতে মরিয়া ইউনাইটেড খেলায় ফিরে ৩৪ মিনিটে। সাউদাম্পটনের জাপানিজ ডিফেন্ডার মায়া ইয়োশিদা জুয়ান মাতাকে থামাতে পারলেও দুর্ভাগ্যক্রমে বল পেয়ে যান মার্শাল। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে রেড ডেভিলসদের সমতায় ফেরান তিনি।
বিরতির পর ইয়োশিদার ভুলে আবার বল পেয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন তরুণ ফ্রেঞ্চ স্টাইকার। খেলার ৬৮ মিনিটে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মাতা। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মানের ক্রস থেকে চমত্কার হেডে পেলে আরেকটি গোল করলেও দলের হার ঠেকাতে পারেননি।
খেলার পর ম্যাচসেরা ১৯ বছর বয়সী মার্শালের প্রশংসায় মেতেছেন ফন গল। ইউনাইটেডের ডাচ কোচ বলেন, ‘সে খুবই ভালো খেলছে। তিন খেলায় তিন গোল। অসাধারণ। আমরা যেভাবে খেলতে চাই সেভাবেই সে মানিয়ে নিচ্ছে। এটা গুরুত্বপূর্ণ। এ দক্ষতা সবার নেই। সে গোল করছে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মন্তব্য করুন