বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে আজকের কোমলমতী ছাত্রছাত্রীরা-মুজিবুর রহমান চেয়ারম্যান

আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে আজকের কোমলমতী ছাত্রছাত্রীরা-মুজিবুর রহমান চেয়ারম্যান

অনলাইন বিজ্ঞাপন

সাইফুল ইসলাম

এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল ২০ ফেব্রæয়ারী স্কুল মাঠে অনুষ্টিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টান। উক্ত বিদ্যালয়ের সহ-সভপতি আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কানন দাসের সঞ্চালনায় শুরু হওয়া পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি এড. সিরাজুল মোস্তফা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এসময় নব-নির্বাচিত জেলা আওয়ামীলীগ সভাপতি-সাধারন সম্পাদককে স্কুলের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
12166078_1680527775562093_1527806523_nপ্রধান অতিথির বক্তব্যে এড. সিরাজুল মোস্তফা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের প্রথম দিনে শিশুরা হাতে বই নিয়ে স্কুলে যেতে পারে। শিশুদের মানসিক বিকাশে পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত অনুষ্টানে মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে আজকের কোমলমতী ছাত্রছাত্রীরা। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, শফিউল আলম বাশি, সহকারী শিক্ষক প্রিয় দর্শী বড়ুয়া, সহকারী শিক্ষিকা ইসমত আরা, রোকেয়া বেগম, ইয়াসমিন, প্রভাতী বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম, মোঃ ইউছুফ, কামরুল ইসলাম ইমু, বোরহান উদ্দিন মিঠু, আসিক, বাবলু, বাপ্পী, মুশফি, আইয়াছ প্রমুখ। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM