বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
আাসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে টেকনাফ উপজেলায় চতুর্থ দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে চেয়ারম্যান পদে ১০জন, মেম্বার পদে ৫৭জন ও সংরক্ষিত মহিলা পদে ৭জন। ৪ দিনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭০জন ও সাধারণ মেম্বার পদে ৪১৪জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে বলে উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানায়।
আরও ৩দিন অর্থ্যাৎ ২২ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করার সময় রয়েছে। এখানে ৬টি ইউনিয়নে ৬জন চেয়ারম্যান, ৫৪জন সাধারণ মেম্বার ও ১৮জন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হবেন। মনোনয়নের চতুর্থ দিনে উপজেলা নিবার্চন অফিসার মোঃ নুরুল ইসলাম জানান, সরকারী ছুটির দিন শুক্র ও শনি বার নিবার্চন অফিস খোলা থাকবে। এই দিনেও মনোনয়ন পত্র ভোটার সিডি সংগ্রহ করা যাবে। জামানতের টাকা জমাদানের জন্য সোনালী ব্যাংক টেকনাফ শাখা খোলা থাকবে।
এদিকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে জানা যায়, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সমূহে অনেক মেম্বার মহিলা পুরুষ পদ প্রার্থী এখনও মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত সময় থাকায় ভোটারদের সাথে মত বিনিময় করে মনোনয়ন পত্র সংগ্রহ করতে বিলম্ব হচ্ছে। এদিকে সাবরাং ইউনিয়নের সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নুর হোছাইন এখনও পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেনি বলে নিবার্চন অফিস সূত্রে জানায়। এছাড়াও অন্যান্য ইউনিয়ন সমূহে মেম্বার প্রার্থী ছাড়াও অনেক স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করার অপেক্ষায় রয়েছে। এলাকার ভোটারদের অভিমত হচ্ছে, আগামী ২১ফেব্রুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা নিবার্চনে অংশ নেবে এরাই এ সময়ের ভিতর মনোনয়ন পত্র সংগ্রহ করবে বলে নিবার্চন অফিস সূত্রে জানায়।
মন্তব্য করুন