বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

শ্রদ্ধাবনত সাকিব-মুশফিকও

শ্রদ্ধাবনত সাকিব-মুশফিকও

অনলাইন বিজ্ঞাপন

ক্রিড়া প্রতিবেদক:

1442852778আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রায় বড় অবদান এই বাঙালির। জগমোহন ডালমিয়ার মৃত্যুতে তাই শ্রদ্ধাবনত বাংলাদেশের ক্রিকেটাঙ্গনও। জাতীয় লিগের খেলায় মাঠে থাকা খেলোয়াড়রা কাল খেলা শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তার বিদায়ে শোক জানিয়ে। এরপর সবাই মাঠে নামেন কালো বাহুবন্ধনী পরে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম এক শোকবার্তায় জানান, ডালমিয়ার প্রতি তার শেষ শ্রদ্ধা, ‘বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের একজন বন্ধুকে হারানোর সংবাদ শুনে সত্যি খুব দুঃখিত হয়েছি। শান্তিতে ঘুমান জগমোহন ডালমিয়া।’ ডালমিয়ার বিশাল কর্মময় জীবন আর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে তার অবদানের কথা স্মরণ করে সাকিব আল হাসান বলেন,‘জগমোহন ডালমিয়া ভারত ও বাংলার ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন। তিনি পূর্বে আইসিসি সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় খেলায় পরিণত করার জন্য তার অনেক অবদান রয়েছে। আমরা তাঁর সব অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM