বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত আন্ত:বিভাগ বঙ্গবন্ধু স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারী কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছলিমুর রহমান।
কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল মজিদের সঞ্চালনায় অনুষ্টিত হওয়া উদ্বোধনী অনুষ্টানে উদ্ভোধক ছলিমুর রহমান বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও প্রাধন্য দিতে হবে। সুস্থ শরীর ও মানসিক বিকাশে ক্রীড়া ও বিনোদনের চর্চা করতে হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা ইমরুল হাসান রাশেদ বলেন, খেলাধুলার চর্চার মাধ্যমে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা যায়। তাই পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক আবু রায়হান মোঃ আশিকুর রহমান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ সোলাইমান, অর্থনীতি বিভাগের প্রধান কামরুল ইসলাম, পর্দাথ বিজ্ঞান বিভাগের প্রধান মুফিদুল আলম, ইতিহাস বিভাগের প্রধান মোঃ উল্লাহ, ইসলামিক ইতিহাস বিভাগের প্রধান মুজিবুল আলম। উক্ত অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রউফ নেওয়াজ ভুট্টো, তৌহিদ, শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন,সহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা ছাত্রলীগের দপ্তর বিয়ক সম্পাদক ছাত্রনেতা শাহ নিয়াজ, সদস্য সচিব ও কলেজ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লাভলু, কলেজ ছাত্রলীগ নেতা এনামুল কবির, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন, জসিম উদ্দিন, আরফান, জুলাইব, রাজ্জাক সহ কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মিঠুন স্পোর্টস ক্লাব বনাম সুপার ইলেভেন (ব্যবস্থাপনা বিভাগ) মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সুপার ইলেভেন, মিঠুন স্পোর্টস ক্লাবকে ৭৯ রানে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সুপার ইলেভেনের অধিনায়ক রাজু।
খেলা পরিচালন করেন কলেজ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লাভলু ও ছাত্র নেতা সাইফুল ইসলাম।
মন্তব্য করুন