শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

হিগুয়াইনের জোড়া গোলে নাপোলির বড় জয়

হিগুয়াইনের জোড়া গোলে নাপোলির বড় জয়

অনলাইন বিজ্ঞাপন

ক্রিড়া প্রতিবেদক:
1442903564উয়েফা ইউরোপা লিগের পর এবার ঘরোয়া লিগেও গোল উত্সব করেছে নাপোলি। আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের জোড়া গোলে এবার তারা লািসওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে ইউরোপা লিগে ক্লাব ব্লুজকেও একই ব্যবধানে হারিয়েছিল নাপোলি। রবিবার রাতে ঘরের মাঠে চতুর্দশ মিনিটে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলান।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান ইতালির স্ট্রাইকার লরেঞ্জো ইনসিগনে। আর ৫৯তম মিনিটে হিগুয়াইনের দ্বিতীয় গোলে নাপোলির সহজ জয় নিশ্চিত হয়ে যায়। এবারের সেরি আতে এটা ছিল তার চতুর্থ গোল। ৭৯তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন ইতালির স্ট্রাইকার মানোলো গাব্বিদিয়ানি।
ইতালির শীর্ষ লিগ সেরি আর এবারের আসরে এটাই নাপোলির প্রথম জয়। সাস্সুয়োলোর মাঠে ২-১ গোলে হেরে লিগ শুরু করা দলটি পরের দুই রাউন্ডে যথাক্রমে সাম্পদোরিয়া ও এম্পোলির সঙ্গে ড্র করে। ওই দুই ম্যাচেরই ফল ছিল ২-২।
এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে নাপোলি। সমান ম্যাচের সবকটিতে জেতা ইন্টার মিলান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM