আলোকিত কক্সবাজার ডেক্স:
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের অপকর্ম আড়াল করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ অভিযোগ করেন।
১৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় ১৪ দল আয়োজিত মানববন্ধন সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, একাত্তরে পাকিস্তানের অপকর্মকে আড়াল করা ও নতুন করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা। এই দুই লক্ষে বিএনপি চেয়ারপারর্সন দেশের স্বাধীনতা নিয়ে বির্তক সৃষ্টি করছেন। কিন্তু তিনি যতই ষড়যন্ত্র করুন না কেন দেশের জনগণ তা সফল হতে দেবে না।
তিনি বলেন, বিএনপি কখনই বাংলাদেশের স্বাধীনতা ও এর আদর্শে বিশ্বাসী ছিল না। তারা পাকিস্তানের আদর্শ ধারণ ও লালন করেছে সব সময়। পাকিস্তানের আদর্শে আদর্শিত হয়েই তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। সে কারণে বেগম খালেদা জিয়া স্বাধীনতার ৪৪ বছর পরে স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে বির্তক সৃষ্টি করেছেন।
তিনি বলেন, আগামীকালের মানববন্ধন হবে বিএনপি এবং পাকিস্তানের অন্যায় এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানের বিরুদ্ধে। এটা আওয়ামী লীগ কিংবা ১৪ দলের নয়। এটা গোটা দেশের স্বাধীনতাকামী মানুষের, যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে তাদের প্রত্যেকের এ মানববন্ধনে উপস্থিত হওয়া উচিত।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করলে তাদের সাথে সর্ম্পক ছিন্ন করতে হবে। প্রয়োজনে আমাদের পাকিস্তানের পণ্য বর্জন করতে হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পাকিস্তানের আচারণ ও খালেদা জিয়ার আচারণ একই। তাই তাদের বক্তব্যকে পার্থক্য করার সুযোগ নেই। পাকিস্তানের মত খালেদা জিয়াও দেশের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করেছে। তাই আমাদের এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম ও আওলাদ হোসেন।
সূত্র-বিবার্তা
মন্তব্য করুন