মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
শিক্ষা সংস্কৃতি ও আর্তমানবতার সেবায় নিয়োজিত টেকনাফ মুক্তিযোদ্ধা সুবেদার বাদশা মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে গরিব, এতিম ও বেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ বিতরন অনুষ্টান নতুন পল্লান পাড়া সুফিয়া নূরিয়া দাখিল মাদ্রাসা সম্মেলনে ১২ই ফেব্রুয়ারী সম্পন্ন হয়।
হাজী মনির আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন-উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দীন, ব্যাংকার মাওঃ জহির আহমদ, বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা সুবেদার বাদশা মিয়া স্মৃতি পরিষদের নির্বাহী সদস্যা রাবেয়া বিনতে বাদশা, কক্সবাজার আলো ডটকমের প্রকাশক ও সম্পাদক, মুক্তিযোদ্ধা সুবেদার বাদশা মিয়া স্মৃতি পরিষদের আহবায়ক প্রবাসী মুহাম্মদ শাহ জাহান, সুপার মাওঃ কাজী ফোরকান আহমদ, ব্যাংকার মুহাম্মদ হারুন, বিকাশ কর্মকর্তা শফিকুল আলম বকুল, তাসলিম উদ্দীন, শিক্ষক আবু তাহেরের পরিচালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আব্দুল মাজেদ, সদস্য নুরুল আমিন, শিক্ষক মুহাম্মদ ইউনুছ, মাওঃ হাবীবুর রহমান, মুফিজ উদ্দীন প্রমূখ। উল্লেখ্য যে মুক্তিযোদ্ধা সুবেদার বাদশা মিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে অফিস কার্যক্রম সম্পাদনের জন্য একটি ল্যাপটপ ও গরিব, এতিম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি গাইড বিতরণ করা হয়।
মন্তব্য করুন