বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

জামায়াত নেতা আনোয়ারী চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত

জামায়াত নেতা আনোয়ারী চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুর আহাম্মদ আনোয়ারীকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়য়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ শাখার সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তেরর এ আদেশ জারি করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা (নং-৩৬, তাং-১৫.০২.২০১৩, জি. আর-১৩১/১৩ (সদর)) মামলাটির চার্জশীট আদালতে গৃহীত হয়েছে। আদালে চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী মর্মে মনে করে সরকার।

এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য নুর আহমদ আনোয়ারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীর দায়িত্বে রয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM