বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

১০ পৌরসভায় ভোট ২০ মার্চ

১০ পৌরসভায় ভোট ২০ মার্চ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবজার ডেক্স:
আগামী ২০ মার্চ দ্বিতীয় দফায় দশ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।
ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
এতে জানানো হয়, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।
দ্বিতীয় দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হবে।

সূত্র-বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM