বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, রত্নাপালং ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শমসের আলম চৌধুরী গতরাত ২টা ৪০মিনিটে চট্টগ্রামস্থ সার্জিস্কোপ হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নলিল্লাহি.. .. .. .. ..রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। স্ত্রী, ৬ ছেলে এবং ৩ মেয়ের জনক তিনি।
আজ বিকেল সাড়ে ৪টায় উখিয়ার রতœাপালং উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্থ সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুমের পুত্র কবি অধ্যাপক আদিল চৌধুরী বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাবাকে প্রথমে কক্সবাজার ডিজিটাল পরবর্তীতে চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়।
তিনি জানান, ১৯২০ সালে উখিয়ার উপজেলার রতœাপালং ইউনিয়নের মাতাব্বরপাড়া এক সম্বভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা-মরহুম হাকিম আলী চৌধুরী, মাতা-আমেনা খাতুন। রতœাপালং ইউনিয়নের কোটবাজার এমই স্কুল হতে প্রাথমিক শিক্ষা শুরু হয়ে তৎকালীন বৃটিশ আমলে কক্সবাজারস্থ উচ্চ বিদ্যালয় থেকে এনট্রাষ্ট পাশ(বর্তমান এসএসসি) করেন। তখনকার সময়ে জেলায় আর কোন উচ্চ শিক্ষা প্রতিষ্টান না থাকায় তিনি বেশিদুর এগোতে পারেনি।
বৃটিশ শাসনামলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি চৌকস সামরিক প্রশিক্ষক এবং সিনগ্যালকোরে কর্মরত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি চাকুরী ছেড়ে দেয়। পাকিস্তান সরকারের আমলে সে বৃহত্তর চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬২ থেকে ১৯৮৮সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি রত্লাপালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১সালে সক্রিয় ভাবে মুক্তিযোদ্ধায় অংশ গ্রহন করেন।
মন্তব্য করুন