শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

টেকনাফ বিজিবি অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াসহ আটক ২

টেকনাফ বিজিবি অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াসহ আটক ২

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফ বিজিবি অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াসহ ২ জনকে আটক করেছে। আজ বুধবার ভোরে কক্সবাজারগামি একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা।
bgb, 16-09-15বিজিবি’র সূত্রে জানা যায়, টেকনাফ হতে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস (কক্স-মেট্রো-জ-১১-০১২৭) বাস লেদা ক্যাম্পের সামনে আসলে টহল দল সিগন্যাল দিয়ে থামায় বাসে তল্লাসি চালানো হয়। এ সময় ২ জন মায়নমারের নাগরিকের দেহ তল্লাসি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত মায়নমারের নাগরিক হলোÑআকিয়াব মংডু নাগডিলোর পাড়া এলাকার মো: হাসন’র পুত্র মো: ইলিয়াস(২২) এবং নয়াড়া এলাকার মৃত আবুদ সৈয়দ এর পুত্র সৈয়দ নুর(১২)। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মায়ানমার হতে বাংলাদেশ নিয়ে আসছি। ধৃত মায়ানমার নাগরিক নিষিদ্ধ ঘোষিত মেটা এ্যাম্ফিটামিনযুক্ত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে এবং অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM