বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য হামজালালকে দুই হাজার ইয়াবাসহ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের চুনতি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় সে ইয়াবার চালান বিক্রি করতে যাচ্ছিল বলে জানা গেছে।
গ্রেফতার হামজালাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। সে টেকনাফের আলোচিত মার্কিন হত্যাসহ তিনটি খুনের মামলার পলাতক আসামী। এছাড়া তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি থেকে হামজালালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ইয়াবা ও মানবপাচারের অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন