বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত

মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি ও সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া অভিযানে অপর এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির।

তিনি জানান, ওইদিন পশ্চিমাঞ্চলীয় মরুভূমির বাহারিয়া মরূদ্যান অঞ্চলে চালানো অভিযানে ১০ জঙ্গি নিহত ও আহত অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া উত্তর সিনাই প্রদেশে ১৫ দিন মেয়াদি এক সন্ত্রাস-বিরোধী অভিযানের এ দিনে আরো নয় জঙ্গি নিহত হয়েছে।

তিনি আর জানান, “বাহারিয়া মরূদ্যান অঞ্চলে অতি-বিপজ্জনক এক সন্ত্রাসী দলকে পরাজিত করতে সমর্থ হয় বাহিনীগুলো। সন্ত্রাসী দলটি কুরবানির ঈদের সময় হামলা চালানোর পরিকল্পনা করেছিল।”

প্রসঙ্গত, সিনাইতে নিরাপত্তাবাহিনীর ১৫ দিনের অভিযানে এ পর্যন্ত কয়েকশত জঙ্গি নিহত ও কয়েকশত সন্দেভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM